সন্দ্বীপে মোস্তাফা কামালসহ ৩ আসনে বিএনপির তিন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

১৬ আসনে এ পর্যন্ত সংগ্রহ করেছেন ৩১ জন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার নবম দিনে গতকাল শনিবার চট্টগ্রামে তিন আসন থেকে বিএনপির আরো ৩ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তফসিল ঘোষণার পর এ নিয়ে চট্টগ্রামের ১৬ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্রসহ মিলে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ৩১ জন প্রার্থী। গতকাল চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এই তিন প্রার্থী।

চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন জানান, চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসন থেকে বিএনপির নাছিরুল আনোয়ার মানিক আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। চট্টগ্রাম৩ সন্দ্বীপ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফা কামাল পাশা গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি মনোনয়ন সংগ্রহ করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে। চট্টগ্রাম১ মীরসরাই আসন থেকে বিএনপির শহীদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজাদীকে জানান, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসন থেকে এ পর্যন্ত ৩১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম বিতরণ চলছে। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেওয়ার সুযোগ রয়েছে প্রার্থীদের জন্য।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। নির্বাচনে ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক মোহাম্মদ খালেদের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধপ্রিয় হাদি, তুমি থাকবে প্রতিটি বাংলাদেশির বুকের মধ্যে : প্রধান উপদেষ্টা