সন্দ্বীপ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ইয়াবা ও গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার ভোরে এ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে অধিদপ্তরের ১৫ জন সদস্য এতে অংশগ্রহণ করেন।
জানা যায়, বুধবার আজিমপুরে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মামুন মাহমুদকে (৪৬) আটক করা হয়। বৃহস্পতিবার ভোরে আমানউল্লাহ ইউনিয়নের চেউরিয়া এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করে যৌথবাহিনী। এ সময় আবু তৈয়বকে (২৬) আটক করা হয়। অপর আসামি মো. ফারুক (৪০) পলাতক রয়েছে। সন্দ্বীপ থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।











