সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের পেলিশ্যার বাজার এলাকায় নৃশংস ঘটনায় নিহত শিশু মোহাম্মদ আলী হোসেনের পরিবারকে একটি নতুন ঘর উপহার দিয়েছেন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন।
৩০ সেপ্টেম্বর সকালে তিনি নিজ হাতে ওই ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, একটি পরিবার তাদের প্রিয় সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছে। আমি চাই, অন্তত একটি নিরাপদ আশ্রয় দিয়ে তাদের পাশে দাঁড়াতে। মানুষের দুঃসময়ে পাশে থাকা আমার দায়িত্ব।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর পেলিশ্যার বাজারের দক্ষিণ পাশে স্থানীয় জাহাঙ্গীর আলমের হাতে গুরুতরভাবে আহত হয়ে প্রাণ হারায় শিশু আলী। ঘটনার পর পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে, দেখা দেয় ক্ষোভ ও আতঙ্ক। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। শিশু আলীর পরিবারের নতুন ঘর উদ্বোধনের সময় এলাকায় অনেকেই উপস্থিত ছিলেন। তারা বলেন, অধ্যাপক আমজাদের এই উদ্যোগ শোকাহত পরিবারকে অন্তত কিছুটা হলেও সান্ত্বনা দিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।