সন্দ্বীপে জেটি নির্মাণ কাজ পরিদর্শনে এম এ সালাম

| শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম গতকাল বৃহস্পতিবার সন্দ্বীপ উপজেলায় জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন জেটি নির্মাণ কাজ পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তিনি আরও বেশি জনবল নিয়োগ করে এবং পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এই শুষ্ক মৌসুমের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে নির্মাণকারী প্রতিষ্ঠানকে দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্দ্বীপের মানুষের দুর্দশা লাঘবে খুবই আন্তরিক বিধায় এখানকার জনগণ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে মূল ভূখণ্ডে যাতায়াত করতে পারেন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার আলোকেই চট্টগ্রাম জেলা পরিষদের মাধ্যমে জেটি নির্মাণের কাজ শুরু করা হয়েছে। সন্দ্বীপের জনগণ যাতে কাদা না মাড়িয়ে মূল ভূখন্ডে আসতে পারে এটাই প্রকল্পের মূল লক্ষ্য।
জেটি নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন হারামিয়া চুনামিয়া হাজী সড়ক উন্নয়ন, বাদশা মিয়া সুকানী সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এছাড়াও সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য কাছিয়ারপাড়া ঘাট পরিদর্শন করেন।
এসময় সাথে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্বৌধি চাকমা, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামসহ জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসা নিতে যাওয়া মহিলার সম্ভ্রমহানির অভিযোগ
পরবর্তী নিবন্ধঅস্থির মনে স্থিরতার উৎস কোথায়