বেড়িবাঁধের কাজ যথাসময়ে সম্পন্ন না করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করায় সারিকাইত বেড়িবাঁধের নির্বাচিত ঠিকাদার ডলি কনস্ট্রাকশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং সন্দ্বীপের চতুর্দিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রায় ৫২৩ কোটি টাকা ব্যয়ে একটি নতুন প্রকল্প তৈরি হচ্ছে। গতকাল রবিবার দুপুরে সন্দ্বীপে কাজী আফাজ উদ্দিন হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.)জাহিদ ফারুক এ কথা বলেন।
তিনি সন্দ্বীপবাসীর উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা আপনাদের মতো সাগর পাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি যে প্রতিশ্রুতি দিই তা বাস্তবায়ন নিশ্চিত করি। বিশেষ অতিথির বক্তব্যে এমপি মাহফুজুর রহমান মিতা বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের তদারকি না থাকায় বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ সঠিকভাবে হচ্ছেনা, এজন্য পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশন পুনরায় চালু করা প্রয়োজন। আওয়ামীলীগ নেতা শাহেদ সারওয়ার শামীমের সঞ্চালনায় সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার শাহজাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির। প্রেস বিজ্ঞপ্তি।