সন্দ্বীপ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জেলা পরিষদের পাবলিক লাইব্রেরিকে জরাজীর্ণ অবস্থা থেকে উত্তরণের জন্য ও মানুষজনকে লাইব্রেরিমুখী করতে দীর্ঘ ১৫ বছর পর উদ্যোগ নিয়েছে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ ও উপজেলা যুবদল নেতৃবৃন্দ। এ উপলক্ষে গতকাল রোববার দুপুর ১২টায় জেলা পরিষদের পাবলিক লাইব্রেরিতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক নিঝুম খান। এসময় অর্ধশতাধিক ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের প্রভাষক নিঝুম খান সাংবাদিকদের বলেন, তরুণ ও যুব সমাজকে ডিভাইস নির্ভর অপসংস্কৃতি ও মাদকমুক্ত রাখতে আজকে আমাদের এখানে উপস্থিত হওয়া। তিনি বলেন, দীর্ঘদিন এ লাইব্রেরিতে মূল কাজ যেটি বই পড়া, পেপার পত্রিকা পড়া সেটি বন্ধ রয়েছে।
বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু তৎকালীন রাজনৈতিক পটপরিবর্তনের পর এ লাইব্রেরির কার্যক্রম বন্ধ হয়ে যায়। আমরা আবারও এটি চালু করার উদ্যোগ নিয়েছি। সেজন্য এখানে অবকাঠামোগত অনেকখানি সংস্কার করতে হবে।