চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী দ্বীপ অঞ্চল সন্দ্বীপ উপজেলার ৩টি মসজিদের জন্য ১.৩৪৭৫ একর জমি দান করেছেন। এরমধ্যে রহমতপুর দলইপাড়া জামে মসজিদে ০.৪৫০০ একর, পৌরসভার নতুনপাড়া জামে মসজিদে ০.৩৫২৫ একর এবং হারামিয়ায় শেখ মারুফ গোমস্তার পাজ্ঞেগানা মসজিদে ০.৫৪৫০ একর। সম্প্রতি এমপি উক্ত ৩টি মসজিদের পরিচালনা কমিটির সদস্যদের নিকট দানকৃত জমির দলিলপত্র হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত থেকে দলিলপত্র গ্রহণ করেন দলইপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মশিউর রহমান বেলাল, নতুনপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোদ্দাচ্ছের আহামদ এবং হারামিয়ায় শেখ মারুফ গোমস্তার পাজ্ঞেগানা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন। দলিলপত্র হস্তান্তরকালে নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, সবাইকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। মানুষের আসল ঠিকানা হলো পরকাল। দুনিয়ার জীবনের সব কর্মকান্ডই হবে পরকালের জীবনের সুখ–শান্তির মানদন্ড। তাই হালাল উপায়ে অর্জিত সম্পদের কিছু অংশ আল্লাহর পথে দান করা প্রত্যেক মুমিনের উচিত। পার্থিব জীবনের সুখ–শান্তি, ভোগ–বিলাসে মত্ত না হয়ে আল্লাহতায়ালা এবং পরকালকে ভালোবাসতে হবে।