সন্দ্বীপ উপজেলার হাজী আব্দুল বাতেন সরকারি কলেজের ১৯৭৮ সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী গতকাল নগরীর আকবরশাহ এলাকায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ চুয়াল্লিশ বছর পর অবসরপ্রাপ্ত ও কর্মজীবী পুরনো বন্ধুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মিলন মেলা প্রাঙ্গণ। প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট এম এ বারীর সভাপতিত্বে ও ইব্রাহিম খলিল উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন, কাজী মো. ইউছুফ, অ্যাডভোকেট রিদওয়ানুল বারী, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা মুহাম্মদ আইয়ুব খান, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, আবদুস সাত্তার, কাজী জসিম উদ্দিন, মনির তালুকদার, রতণ মানিক বসু ও আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাসান ইকবাল মাহমুদ, কাজী সফিকুল মাওলা, পিযুষ কান্তি ভদ্র, কানুলাল ঘোষ, আবুল বাসার, মো. সোহরাব, সামছুদ্দিন, মো. মোবাশ্বের আলম, মো. জাফর উল্লাহ, ইদ্রিছ আলম, মোহাম্মদ কামাল উদ্দিন, মো. কুতুব উদ্দিন, গোলাম মোস্তফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।