সন্ত্রাসী হামলার ‘গুরুতর’ হুমকিতে যুক্তরাজ্য

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২০ at ৬:০৪ পূর্বাহ্ণ

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বন্দুকধারীদের হামলার পর যুক্তরাজ্য সন্ত্রাসী হামলার হুমকির স্তর ‘উল্লেখযোগ্য’ থেকে ‘গুরুতর’ পর্যায়ে উন্নীত করেছে। এর মানে দেশটিতে সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা প্রবল বলে মনে করছেন নিরাপত্তা প্রধানরা। যদিও আসন্ন কোনো হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এখনও নেই। খবর বিডিনিউজের।
তবে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত সপ্তাহে ফ্রান্সে ছুরি হামলা এবং তারপর অস্ট্রিয়ার ভিয়েনায় ঘটে যাওয়া বন্দুক হামলার প্রেক্ষাপটে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জনগণকে সজাগ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কোনো হুমকির ভিত্তিতে নয়।
সরকারের জয়েন্ট টেরোরিজম এনালাইসিস সেন্টার হুমকির স্তর বাড়ানোর এই পদক্ষেপ নিয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকা। যুক্তরাজ্যে হামলার হুমকির ক্ষেত্রে পাঁচটি স্তরের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতার পর্যায়। গত সপ্তাহে ফ্রান্সের নিস শহরে ছুরি হামলায় তিনজন নিহত হয়। এর আগে গত মাসে প্যারিসেও ছুরি হামলায় এক শিক্ষক নিহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বার্ষিক বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধভিয়েনা হামলার দায় স্বীকার আইএসের