সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা থেকে খালাস পেয়েছেন নগরীর লালখান বাজার মাদ্রাসার মহাপরিচালক ও ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। গতকাল চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবু হান্নান এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পিপি আবদুস সাত্তার সরোয়ার এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় ইজহারুল ইসলাম চৌধুরীসহ মোট ৮ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। বাকীরা হলেন, মাহফুজুর রহমান, আবুল ফাত্তাহ, আবুল কালাম, সালাউদ্দিন ভূঁইয়া, মাওলানা নোমান, মাওলানা সাব্বির ও আবদুল্লাহ আল আমিন।
সাক্ষীরা অপরাধ প্রমাণ করতে না পারায় আদালত আসামিদের খালাস দিয়েছেন বলেও জানান তিনি। আদালতসূত্র জানায়, ২০১০ সালের ১৩ ডিসেম্বর রাউজানের রাবারবাগান গোদারপাড় এলাকার একটি পাহাড় থেকে ধর্মীয় বইসহ ৫ জনকে আটক করা হয়েছে উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে ইজহারুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে র্যাব।