সন্ত্রাস-সহিংসতা করলে ‘শক্তহাতে’ দমন : তথ্য প্রতিমন্ত্রী

| সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৫:২০ পূর্বাহ্ণ

সন্ত্রাস ও সহিংসতা চালিয়ে কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয় মন্তব্য করে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, প্রয়োজনে শক্তহাতে সন্ত্রাস দমন করা হবে। তিনি বলেছেন, দেশে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করলেই দাবিদাওয়া পূরণ করা সম্ভব। সরকারের অবস্থান জানিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে আরাফাত বলেন, আমরা সংঘাতে যেতে চাই না। একই সাথে এটাও বলে রাখছি, সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে। গতকাল রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছিলেন আরাফাত। খবর বিডিনিউজের। আন্দোলনকারীদের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আন্দোলন কিন্তু আন্দোলনের জায়গায় নাই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন সন্ত্রাস, সহিংসতায় চলে যাচ্ছে। আমাদের কিন্তু শান্তির পক্ষে অবস্থান ছিল। আমরা আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম। আমরা সহিংসতার ফলে যে হতাহতের ঘটনা ঘটেছে, সেগুলোর বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। আন্দোলনকারীদের উদ্দেশে আরাফাত বলেন, কোটা, অধিকার এগুলো কিন্তু তাদের আসল জায়গায় তারা নাই। তারা কী চাচ্ছে কালকে বলেছে। বোঝা যাচ্ছে। পরিষ্কার কিন্তু একদম। এই ঘোষণা দেওয়ার পর তারা এটা অর্জন করতে চাচ্ছে সন্ত্রাস এবং সহিংসতার মাধ্যমে। যদি তা না হয় তাহলে কেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজে হামলা করতে হবে? সাধারণ মানুষ কিন্তু তাদের বিপক্ষে যাচ্ছে এবং যাবে। এটাই বাস্তবতা।

পূর্ববর্তী নিবন্ধধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ : নানক
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি-গণমিছিল