জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানরা শারীরিকভাবে দুর্বল প্রকৃতির হলে পড়ালেখা ও খেলাধুলায় মনযোগ কম দেবে। তাই তাদের পুষ্টিকর খাবার দিতে হবে।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গত সোমবার বিকেলে পটিয়ায় এতিমখানা, মন্দির-আশ্রম ও দুস্থ মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হইপ সামশুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। আগামীতেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফয়সাল আহমেদ, পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্য সাচী নাথ, ডা. জয় দত্ত বড়ুয়া, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল প্রমুখ।