সন্তান জন্ম দিতে চাইলে মিলবে না যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসা

| শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ রোধে কঠোর অবস্থান স্পষ্ট করে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতের মার্কিন দূতাবাস সতর্ক করে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের মাটিতে কারও সন্তান জন্মদানের উদ্দেশ্য থাকলে তার ভ্রমণ ভিসা মিলবে না।

গতকাল বৃহস্পতিবার এক্সে এক পোস্টে দূতাবাস জানায়, ভ্রমণ ভিসার জন্য আবেদনকারীর ‘সন্তান জন্মদান এবং শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব লাভ’ করাই যুক্তরাষ্ট্রে ভ্রমণে যেতে চাওয়ার প্রধান উদ্দেশ্য হলে এবং কনস্যুলার কর্মকর্তারা তেমনটি মনে করলে তারা ভিসার আবেদন প্রত্যাখ্যান করবেন।

কারণ, এই ধরনের ভ্রমণ অনুমোদিত নয়। ফলে ভিসা নাকচ করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরেরও একটি নির্দেশিকায় বলা হয়েছে, ন্যায়নির্ণায়ক কর্মকর্তাদেরকে আবেদনকারীর অভিপ্রায় খতিয়ে দেখতে হবে। সেক্ষেত্রে তারা যদি দেখতে পান, ভ্রমণের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে তার নাগরিকত্ব পাওয়া তাহলে ভিসা মঞ্জুর করা যাবে না। ‘বার্থ ট্যুরিজম’ হিসাবে যাতে ভ্রমণ ভিসার অপব্যবহার না হয়, সে লক্ষ্যে মার্কিন সরকারের বৃহত্তর নীতির অংশ হিসাবেই এই নিয়ম করা হচ্ছে। খবর বিডিনিউজের। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশুই স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পায়। এই সুযোগ কাজে লাগিয়ে বহু বিদেশি নাগরিক পর্যটন বা ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়। নতুন নিয়মে এ ধরনের বার্থ টুরিজম আর সহজ হবে না।

পূর্ববর্তী নিবন্ধশক্তি দেখাতে জাপানি জেটের সঙ্গে যোগ দিল মার্কিন বোমারু বিমান
পরবর্তী নিবন্ধধনীদের জন্য চালু হল ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা