সদ্য বিবাহিত বোনের শ্বশুরবাড়িতে এসে পুকুরে ডুবে মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

চন্দনাইশে সদ্য বিবাহিত বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু তাসকিয়া () উপজেলার সাতবাড়িয়া বহরমপাড়ার কুয়েত প্রবাসী জসিম উদ্দীনের কন্যা। গতকাল সোমবার বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরীতে এ ঘটনা ঘটে। জানা যায়, তাসকিয়া তার মা ও পরিবারের বড়দের সাথে সদ্য বিবাহিত তার চাচাতো বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। ৩ দিন আগে বিয়ে হওয়ায় নতুন আত্মীয়ের বাড়িতে সবাই খুশি এবং আনন্দ করছিলেন। এমন সময় ঘটে যায় মর্মান্তিক এক দুর্ঘটনা। বাড়ির লোকেরা নতুন বউকে বাড়ি নিতে ব্যস্ত ছিলেন। এদিকে অন্য শিশুদের সাথে খেলা করার সময় উঠানের পাশের পুকুরে পড়ে ডুবে যায় তাসকিয়া। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমারা গেলেন ক্রসফিলিং গুদামের মালিক ও আরো এক শ্রমিক
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় ৫ ভবন মালিককে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা