সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের বার্ষিক আয়োজন ২৮তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন আয়োজন করা হয়েছে সংগীত মনিষী আমীর খসরু স্মরণে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি। পাঁচ পর্বের অনুষ্ঠানে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে। ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করবেন উপমহাদেশখ্যাত বংশীবাদক উস্তাদ আজিজুল ইসলাম। সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। সন্ধ্যায় সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় প্রভাতী অধিবেশনে কিশোর–কিশোরী শিল্পীদের পরিবেশনায় উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবে। সকাল সাড়ে ১০টায় রয়েছে ‘তবলার বোল বাণী শিক্ষার সাথে লয় সাধনার গুরুত্ব’ শীর্ষক সেমিনার। সন্ধ্যা ৬ টায় সান্ধ্যকালীন অধিবেশন উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্পী রিয়াজ ওয়ায়েজ। দুই দিনব্যাপী এই সম্মেলনে সারা দেশ থেকে গুণী শিল্পীরা অংশগ্রহণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।