সদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

| বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:০৪ পূর্বাহ্ণ

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ হলেন রাজশ্রী বিশ্বাস (কণ্ঠ), রাজীব চক্রবর্ত্তী (তবলা), প্রমিত বড়ুয়া (হারমোনিয়াম), যুগলবন্দী তবলা লহড়ায় প্রান্ত দাশ ও আদৃত চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতবে কি বিচ্ছেদ হয়ে গেছে?
পরবর্তী নিবন্ধহিরণের নতুন সিনেমা ‘দ্য পাপ্পি’