সদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

| রবিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৩৩ পূর্বাহ্ণ

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ’এর নিয়মিত আয়োজন ‘দ্বিমাসিক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান’ গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। সদারঙ্গের সম্পাদক রাজীব দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘রাগভূপালী’তে খেয়াল পরিবেশন করেন অর্পিতা দেবী দোলা। তানপুরা ও হারমোনিয়ামে সঙ্গত করেন যথাক্রমে রিনি পালিত ও প্রমিত বড়ুয়া। শেষ পর্বে বাঁশিতে রাগহংসধ্বনি পরিবেশন করেন সুমন কুমার নাথ। প্রথমে বিলম্বিত এবং তার সাথে আর্দ্ধা ত্রিতালের ছন্দে ও অপূর্ব এক সুর মূর্ছনা তৈরি করেন শিল্পীরা। পরে কাহারবা তালে পল্লী ধুন পরিবেশন করেন। তানপুরায় সহযোগিতা করেছেন মিথিলা দেবী। উভয় শিল্পীর সাথে তবলায় সঙ্গত করেন রাজীব চক্রবর্ত্তী। সম্পূর্ণ অনুষ্ঠানজুড়ে ছিল শ্রোতা দর্শকদের স্বতঃস্ফূর্ততা ও মুগ্ধতা। শিল্পীদের ফুলেল শুভেচ্ছা জানান প্রকৌশলী রুপক সেন ও শিল্পী রাজশ্রী বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএবার পুলিশের চরিত্রে জয়া
পরবর্তী নিবন্ধনার্স চরিত্রে মিথিলাই নির্মাতার একমাত্র পছন্দ!