সদারঙ্গের জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শুরু

| শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

বিশ্ববন্দিত সানাই সম্রাট উস্তাদ বিসমিল্লাহ খাঁ স্মরণে গতকাল বৃহস্পতিবার থেকে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের আয়োজনে এবারে অনুষ্ঠিত হচ্ছে ২৯তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির। তিনি বলেন, নতুন প্রজন্মকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সংস্কৃতির সাথে সম্পৃক্ত করার দায়িত্ব নিতে হবে অভিভাবকদেরকে। সদারঙ্গের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন, সম্পাদক সমীর চক্রবর্ত্তী। উচ্চাঙ্গ সংগীতের শুরুতে পণ্ডিত ড. স্বর্ণময় চক্রবর্ত্তী রচিত ছয়টি রাগের সমন্বয়ে রাগমালা সমবেত কণ্ঠে পরিবেশন করেন সদারঙ্গের শিক্ষার্থী সদস্যবৃন্দ। পরে একক পরিবেশনার শুরুতে প্রথমে গোরখ কল্যাণ ও শেষে ভৈরবী রাগে খেয়াল পরিবেশন করেন নাটোরের শিল্পী সঞ্জীবন সান্যাল। তাকে সহযোগিতা করেন তবলায় রাজিব চক্রবর্তী, হারমোনিয়ামে প্রমিত বড়ুয়া এবং তানপুরায় মীর এনায়েত উল্লাহ সানি।

এরপর অপরাজিতা চৌধুরী বেহালায় পরিবেশন করেন রাগ শ্যাম কল্যাণ। তবলা সহযোগী ছিলেন রাজিব চক্রবর্তী। এদিনের সর্বশেষ পরিবেশনা ঝিঁঝিট রাগে খেয়াল, পরিবেশন করেন শিল্পী রিটন ধর। তাকে সহযোগিতা করেন তবলায় শিল্পী অমিত চৌধুরী দীপ্ত, হারমোনিয়ামে অভিষেক নন্দী এবং তানপুরায় চয়ন চক্রবর্ত্তী ।

আজ দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে সকাল ৯ টায়। এতে প্রথমে কিশোরকিশোরীদের অংশগ্রহণে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। সকাল ১০ টায় সেমিনার। বিষয় : উচ্চাঙ্গ সংগীতে বাণী এবং তালের গুরুত্ব। বিকেল পাঁচটায় পঞ্চম এবং সর্বশেষ অধিবেশনে দেশের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমারা গেছেন ‘সূর্যকন্যা’র জয়শ্রী কবির
পরবর্তী নিবন্ধইতিবাচক ফোনালাপের কথা জানালেন ট্রাম্প, ভেনেজুয়েলার রদ্রিগেজ