সদস্য পদে সব প্রার্থীই আওয়ামী লীগের

সাধারণ ১৫ পদে মুখোমুখি ৪৬ জন, সংরক্ষিত ৫টি পদে লড়ছেন ২২ জন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৫ উপজেলায় সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীই আওয়ামী লীগের। সংরক্ষিত ৫টি ওয়ার্ডে সদস্য পদে ২২ জন এবং সাধারণ ১৫টি ওয়ার্ডে সদস্য পদে ৪৬ জন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থক বলে জানা গেছে। এদিকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় আছেন স্বতন্ত্র প্রার্থী নারায়ণ রক্ষিত। দুই চেয়ারম্যান প্রার্থীসহ এখন চূড়ান্ত লড়াইয়ে মাঠে আছেন ৭০ জন প্রার্থী।
এদিকে চট্টগ্রাম-১২ (আনোয়ারা ও চসিক) ওয়ার্ডে প্রথমে একক প্রার্থী হিসেবে এস এম আলমগীর চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও শেষ পর্যন্ত এই ওয়ার্ডে হাইকোর্ট থেকে মনোনয়ন ফিরে পেয়ে নির্বাচনী মাঠে ফিরে এসেছেন অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল বশর। সুতরাং আনোয়ারায় এখন দুই প্রার্থী এস এম আলমগীর চৌধুরী ও আবুল বশরের মধ্যে লড়াই হবে। এরা দুইজনই আওয়ামী লীগের প্রার্থী। একইভাবে অন্যান্য উপজেলা থেকেও যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সকলেই আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
এর মধ্যে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন। তারা হলেন চট্টগ্রাম-১ (মীরসরাই) ওয়ার্ডে প্রদীপ রঞ্জন চক্রবর্তী, চট্টগ্রাম-৬ (রাউজান) ওয়ার্ডে কাজী আবদুল ওহার, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ওয়ার্ডে আবুল কাশেম চিশতী।
এদিকে আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মীরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, কর্ণফুলী, পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় ১৫টি কেন্দ্রে ৩০ ট বুথে ভোট গ্রহণ হবে বলে জানান চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন। তিনি জানান, মোট ১৫টি ওয়ার্ডে ২ হাজার ৭৩০ জন ভোটার ভোটাধিকার প্রদান করবেন। আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে ১৫ উপজেলায় ৩০টি বুথে। ভোটাররা ভোট প্রদান করবেন ইভিএমে। ইতোমধ্যে প্রতিটি উপজেলায় ভোট গ্রহণের জন্য ইভিএম প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। এক উপজেলা ৪টি করে ইভিএম ভোট গ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ভোটার হলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর, ১৫ উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ১৫ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের মেম্বার, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার এবং সকল পৌরসভার মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরসহ মোট ২ হাজার ৭৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৯৩ জন এবং মহিলা ভোটার ৬৩৭ জন।

পূর্ববর্তী নিবন্ধমেয়র পদে ৩ জনসহ ৪০ প্রার্থীর মনোনয়ন জমা
পরবর্তী নিবন্ধস্থবিরতা কেটেছে, কিন্তু বাড়তি খরচ ১০ কোটি টাকা