চট্টগ্রাম নগরীর সদরঘাটে আপন চাচাতো ভাইয়ের হাতে ১৫ বছরের এক কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে। সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী হাজী বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি আরও চারদিন আগে ঘটলেও আজ বৃহষ্পতিবার (২১ জুলাই) তা প্রকাশ পায়।
এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই ইসমাইল হোসেনকে আসামি করে সদরঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গত ১৭ জুলাই ওই কিশোরীর বাসায় তার চাচাতো ভাই বেড়াতে আসে। কিশোরীর মা রিনা বেগম অসুস্থ থাকায় তিনি হাসাপাতালে ভর্তি ছিলেন। এই সুযোগে অভিযুক্ত চাচাতো ভাই ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেন। বর্তমানে ওই কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ওই কিশোরীর সাথে তার চাচাতো ভাই ইসমাইলের সাথে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ ছিলো। তাছাড়া বাসায়ও যাতায়াত ছিলো। ঘটনার আগের দিন কিশোরীর মা অসুস্থ থাকায় ইসমাইল তাদের বাসায় আসেন।
সুযোগ বুঝে একা পেয়ে তাকে ধর্ষণ করেন। ওই কিশোরীর মা থানায় মামলা করেছেন। আসামি পলাতক রয়েছে। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।