সদরঘাট থানার সামনে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

আজাদী অনলাইন | রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ৩:৪০ অপরাহ্ণ

নগরের সদরঘাট থানার সামনে ট্রাকের ধাক্কায় ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম খাদিজা (১৮)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাসিন্দা। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

খাদিজার সহপাঠী মো. ইসমাইল বলেন, কলেজে ক্লাস শেষে নেভাল-২ এলাকায় আমরা কয়েকজন বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে খাদিজা বাসায় চলে যাওয়া সময় পথে সদরঘাট থানার সামনে রাস্তায় ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু বাঁচানো গেলো না।-বাংলানিউজ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, ওই কলেজ শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআদালতে যেতে দেরি পরীমণির, ১২টার শুনানি আড়াইটায়
পরবর্তী নিবন্ধবান্দরবানের দেবতাকুমে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু