সত্য ও সাহসী সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন লোকমান খান শেরওয়ানী

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত সাংবাদিকতা পুরস্কার প্রদানে বক্তারা

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার ২০২৪’ প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সাংবাদিকতার মূল বিষয় হচ্ছে সত্যকে আবিষ্কার করা। সে সত্যের সন্ধানে সাংবাদিকরা প্রতিনিয়ত ছুটে চলেন। অমিত সাহসী সাংবাদিরাই তুলে ধরেন প্রকৃত ও সত্য সংবাদ। সে সত্য ও সাহসী সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন লোকমান খান শেরওয়ানী।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। লোকমান খান শেরওয়ানীকে বহুমাত্রিক ব্যক্তিত্ব আখ্যায়িত করে বক্তারা আরো বলেন, এ ব্যক্তিত্বের অজানা কর্মকাণ্ড কীর্তিগাথা সংগ্রহ করে পাঠকসমাজের কাছে তুলে ধরতে হবে। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিককে অভিনন্দন জানিয়ে সমাজের অনাবিষ্কৃত, অনালোচিত আদর্শ, সৎ ও গুণী মনীষীদের তুলে এনে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার আহ্বান জানান। ইতিহাসে তাঁদের কীর্তিকর্ম ও জীবনচিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকতা একটি মহত্তম পেশা। এ পেশার মানমর্যাদাও অক্ষুণ্ন রাখতে হবে। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা। বিশেষ অতিথি ছিলেন কবিকথাসাহিত্যিক প্রফেসর ড. মোহীত উল আলম।

একাডেমির প্রতিষ্ঠাতা সাংবাদিক রাশেদ রউফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, অধ্যক্ষ রীতা দত্ত, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, একাডেমির পরিচালক দীপক বড়ুয়া, কবি অরুণ শীল, এস এম আব্দুল আজিজ, রেজাউল করিম স্বপন, কবি জসিম উদ্দিন খান, রিটন কুমার বড়ুয়া, বাসুদেব খাস্তগীর, ফারজানা রহমান শিমু। স্বাগত বক্তব্য রাখেন প্রাবন্ধিক নেছার আহমদ। অনুভূতি ব্যক্ত করেন পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক কাজী আবুল মনসুর। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকের হাতে সম্মাননা স্মারক, সনদ ও নগদ টাকা তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ে নবীন বরণ
পরবর্তী নিবন্ধধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমীর খসরু