দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, সততা ও চেষ্টা থাকলে উদ্যোক্তা হয়ে নিজের ও অন্যের কর্মসংস্থান করা সম্ভব। তিনি গত শনিবার সন্ধ্যায় দৈনিক আজাদী মিলনায়তনে রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজির (আরআইটি) প্রথম ব্যাচের ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন।
তরুণ শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা হওয়ার বিষয় হাতে কলমে দেখিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজিতে। এই বিষয়ে ইতোমধ্যে ৭০ জনের অধিক তরুণ রেজিস্ট্রেশন করেছে এদের ২০ জনের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আরআইটি এর প্রতিষ্ঠাতা ও গাউছুল আজম মাইজভান্ডারি পলিটেকনিক ইন্সটিটিউট (জিএএমপিআই) অধ্যক্ষ মোঃ আবদুল বাতেন এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন। কোর্সের বিষয়বস্তু ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ব্যবস্থাপনা ও মানব সম্পদ বিভাগের বিভাগীয় প্রধান উদ্যোক্তা, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোসলেহউদ্দীন চৌধুরী খালেদ । উদ্যোক্তা হওয়ার ধর্মীয় নৈতিক ও সামাজিক উপকারিতা তুলে ধরেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. নুর হোসাইন, বর্তমান যুগ বাস্তবতায় উদ্যোক্তা হওয়ার গুরুত্ব তুলে ধরেন সিনিয়র সাংবাদিক চট্টগ্রাম সোস্যাল বিজনেস সেন্টারের পরিচালক ওসমান গনি মনসুর, অবসর প্রাপ্ত বীমা কর্মকর্তা এস এস সিরাজুদ্দৌলা।
অনুষ্ঠানে প্রশিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহপরান, মারুফুল ইসলাম, দিবাকর দাশ, সাদ্দাম ফয়েজ, জাহেদুল ইসলাম, সুমিত তালুকদার, মোহাম্মদ সাঈম, শরীফ, আহমদ উল্লাহ প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।