সড়কে দাঁড়িয়ে থাকা চারটি গাড়িকে বাসের ধাক্কা, হাটহাজারীতে আহত ১৫

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২২ জুন, ২০২৪ at ৫:৪৯ অপরাহ্ণ

হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে।

আজ শনিবার সকালে মহাসড়কের সরকারহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চারটি গাড়ি সড়কে চলাচলের সক্ষমতা হাড়িয়েছে।

পার্বত্য জেলা খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাস উল্টো দিকে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারটি গাড়িকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার খাগড়াছড়িরগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের উল্টো দিকে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ২টি জিপ (চাঁদের গাড়ি), ১টি মিনি ট্রাক ও ১টি পিকআপকে সজোরে ধাক্কা দিলে বাসে থাকা অন্তত ১৫ যাত্রী কমবেশি আহত হয়। এতে বাস চালক অল্পের জন্য ভাগ্যক্রমে রক্ষা পায়।

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারটি গাড়ি ধাক্কা দিয়ে বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসের ধাক্কায় চারটি গাড়ি সড়কে চলাচলের সক্ষমতা হারিয়েছে ফেলেছে। উপস্থিত লোকজন এই গুরুত্বপূর্ণ মহাসড়কে ডিভাইডার না থাকাই দুর্ঘটনার কারণ হিসেবে অভিহিত করেছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে রাসেল ভাইপার ! পিটিয়ে মারলো এলাকাবাসী
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় রাসেলস্ ভাইপার সন্দেহে ফের পিটিয়ে মারা হলো অজগর