সড়ক-ফুটপাত দখল সাগরিকায় ১২ দোকান উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল সাগরিকা এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক কর্মকর্তা রেজাউল করিম।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সড়কফুটপাত দখল করে দোকান গড়ে তোলে এরকম ১০১২টি উচ্ছেদ করি। এছাড়া অবৈধভাবে ড্রেনে স্ল্যাব দেয়ায় ৮১০ জনকে সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় জলিল-জাহান ফাউন্ডেশনের বই বিতরণ
পরবর্তী নিবন্ধঈদগাঁওয়ে বিএনপি-জামাতের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা