সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য পেকুয়ার ভুট্টো নিহত

পেকুয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৩:২৪ অপরাহ্ণ

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় পেকুয়ার সন্তান রেজাউল করিম ভুট্টো নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মেঘলায় মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে বিপরীতমুখি ঈগল পরিবহন ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই সেনা সদস্যের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সেনা সদস্য রেজাউল করিম ভুট্টো পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সেখেরকিল্লাঘোনা এলাকার মৃত বদিউল আলম সওদাগরের ছেলে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের ছোট ভাই।

বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় জয়নাল আবেদীন জানান, সড়ক সড়ক দুর্ঘটনায় আমার ভাই নিহত হয়েছে এ খবর পেয়ে আমরা বান্দরবান সদর হাসপাতালে ছুটি যায়। তিনি বলেন, গত বছর জুলাই মাসে আমার ভাই অবসরে যায়। তখন থেকে স্ত্রী সন্তানদের নিয়ে বান্দরবানে বসবাস করেন। নিহত রেজাউল করিম ভুট্টোর দুই সন্তান বান্দরবান ক্যান্টনমেন্ট এন্ড কলেজ পড়া লেখা করেন বলে জানা গেছে।

নিহত সেনা সদস্যের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আত্মীয়স্বজন ও এলাকায় মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধচ‌সিকের অফিসে দুদক, কর্মকর্তাদের পদোন্নতিতে অ‌নিয়মের অভিযোগ
পরবর্তী নিবন্ধজাতীয় অর্থনৈতিক অঞ্চলে চাঁদাবাজি, উত্তর জেলা যুবদল নেতা গ্রেফতার