সঠিক ধর্মচর্চাই বয়ে আনবে কল্যাণ : ফজলে করিম

| শনিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৫১ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, হিংসায় উন্মুক্ত পৃথিবীতে মানুষ আজ দিশেহারা। অমৃতের সন্তান হয়েও মানুষ নিজের স্বরূপকে ভুলতে বসেছে। ভুলে গেছে মানবতা তথা মনুষ্যত্ব। সঠিক ধর্মচর্চাই মানবজাতির কল্যাণ বয়ে আনবে। গতকাল শুক্রবার চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নগরীর পাথরঘাটাস্থ এমপির বাসভবনে মতবিনিময়কালে মহানগর পূজা পরিষদ নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আসন্ন শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের নেতৃত্বে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা, মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, সাবেক সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, সহ-দপ্তর সম্পাদক রিপন রায় চৌধুরী, সহ-ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ বিষয়ক সম্পাদক অমিত ঘোষ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ উদ্যোক্তা করা সম্ভব
পরবর্তী নিবন্ধসোনার বাংলা গড়ার কাজে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে