পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে বৃষ্টির পানিতে ডুবে থাকা এলাকা পরিদর্শন করেন আবদুচ ছালাম এমপি। গতকাল পরিদর্শনকালে তিনি বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত জলাবদ্ধতা নিরসন সমস্যা রাতারাতি দূর করা যাবে না। সর্বোচ্চ আন্তরিকতা ও সামর্থ্য নিয়ে সেনা বাহিনী কাজ করে যাচ্ছে। অচিরেই জলাবদ্ধতার সমস্যা সহনীয় পর্যায়ে নিয়ে আসবে বলে আমার বিশ্বাস।
তিনি বলেন, নালা–নর্দমা ও খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। অবৈধভাবে পাহাড় কাটার ফলে পাহাড়ি বালু নালা ও খালে পড়ে তা ভরাট হয়ে যাচ্ছে। নালা–নর্দমা ও খালকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করার মানসিকতা পরিবর্তন করতে হবে। সচেতনতাই পারে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে। তিনি কি ভাবে জলাবদ্ধতা রোধ করা যায় সে ব্যাপারে সেবা সংস্থার গুলোর সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর সর্দার, মহিন উদ্দিন মহিন, শাহাজান, জিএম কফিল উদ্দিন, মওলানা রিদুয়ান, মো. শরিফ উদ্দিন, মো. মোর্শেদ, আব্দুল আজিজ, আব্দুর রহমান, আব্দুল করিম, সালাউদ্দিন মানিক, নুরউদ্দিন, আরফান, অন্তর, রহিম, আরাফাত, পারভেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।