পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা গত ২৩ অক্টোবর বিএফআরআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। সভায় সভাপতিত্ব করেন বিএফআরআই-এর পরিচালক ড. রফিকুল হায়দার। বিএফআরআই-এর পরিচিতি ও গবেষণা কার্যক্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বিএফআরআই-এর পরিচালক। এতে ইনস্টিটিউটের উদ্ভাবিত ৯৪ টি প্রযুক্তির পরিচিতি এবং গবেষণা কার্যক্রম ও ভবিষ্যত কর্ম-পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। প্রধান অতিথি বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন। টেকসই এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে বন বিষয়ক গবেষণার বিকল্প নেই। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিএফআরআই-এর উদ্ভাবিত প্রযুক্তির সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে। বন বিষয়ে গবেষণা সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে সকল ধরণের সহায়তা প্রদান করা হবে।
সভাপতির বক্তব্যে বিএফআরআই পরিচালক বলেন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দেশের একমাত্র বন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বন ও বনজ সম্পদ উন্নয়নে নিরন্তর গবেষণা করে যাচ্ছে। সভার পূর্বে ইনস্টিটিউট ক্যাম্পাসে সচিব শ্বেত চন্দন গাছের চারা এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী নারিকেল গাছের চারা রোপণ করেন। সভা সঞ্চালনা করেন বিএফআরআই-এর পাবিলসিটি অফিসার এয়াকুব আলী। প্রেস বিজ্ঞপ্তি।











