সচিবালয়ে বিক্ষোভ দেখানো ২৬ শিক্ষার্থী কারাগারে

ডিএমপি জানিয়েছে তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত

| শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

এইচএসসির ফল পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হওয়া ৫৪ জনের মধ্যে ২৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম বেলাল হোসেন। এদিকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।

কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেনজহিরুল ইসলাম, ফয়সাল হাসান, রায়হান হোসেন, রুবেল আহাম্মেদ, রিয়াদ মাহমুদ, মেজবাউর রহমান মিল্লা, মেহেদী হাসান, সোহান, ইমরান হোসেন আরমান, মেহেদী হাসান অন্তর, সাগর, রোহান, শাহরিয়ার হোসেন, আহাদ মোল্লা, সোহান, মাসনুন, নাঈম, ইমাম হাসান, শাকিল, সেলিম, সাকলাইন মুস্তাক, হানজালাল, মশিউর রহমান, প্রান্তিক, তাছিম রহমান ও রবিন মিয়া।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত
পরবর্তী নিবন্ধমিরাজের চেষ্টা ব্যর্থ করে জয় দক্ষিণ আফ্রিকার