বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে শরীয়তপুরের সখিপুর এলাকায় নির্মিত মসজিদ উদ্বোধন করা হয় গত ১০ ফেব্রুয়ারী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নদভী এমপি।
প্রধান অতিথি বলেন, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পৃথিবীর সর্বাপেক্ষা উত্তম স্থান মসজিদ। মসজিদের সাথে মুসলমানদের দৈনন্দিন জীবন ওৎপ্রোতভাবে জড়িত। মুসল্লীগণ প্রতিদিন পাঁচবার মসজিদে মিলিত হয়ে সালাত আদায়ের পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলে।
ফলশ্রুতিতে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে গড়ে উঠে একটি সুশীল সমাজ।
তিনি বলেন, ইমাম খতিবরা কোরআন হাদিসের আলোকে বিভিন্ন মাসআলা বর্ণনার পাশাপাশি সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ এবং মাদকাসক্তির কুফলের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখলে সমাজ বহু অংশে এগিয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।