ডারবান টেস্টের দ্বিতীয় দিনের সকালটা দারুণ কাটলেও বিকেলটা একেবারে হতাশার বাংলাদেশের জন্য। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে অলআউট করে দেওয়ার পরও স্বস্তিতে নেই টাইগার। ৯৮ রান তুলতেই মুমিনুলদের হারাতে হয়েছে ৪ উইকেট।
আগের দিনের ২৩৩ রানের সাথে গতকাল আরও ১৩৪ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ৯৩ রান করে ফিরেন বাবুমা। এসব মহারাজ ১৯, হামার ৩৮ এবং উইলিয়ামস ১২ রান করেন। বাংলাদেশের পক্ষে সফল বোলার খালেদ আহমেদ। এই পেসার নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন এবাদত হোসেন।
চা বিরতির ঠিক আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ২৫ রানে সাদমানের উইকেট হারিয়ে চা বিরতিতে যায়।
দ্বিতীয় উইকেটে শান্ত এবং জয় মিলে প্রতিরোধের চেষ্টা করে। দুজন মিলে যোগ করেন ৫৫ রান। ৩৮ রান করে ফিরেন শান্ত। এরপর শুরু হয় ব্যাটিং বিপর্যয়। সিমন হারমারের স্পিনের মুখে পড়ে দ্রুত ফেরেন দুই অভিজ্ঞ মুমিনুল এবং মুশফিক। রানের খাতাও খুলতে পারেননি মুমিনুল। মুশফিক করেন ৭ রান। তবে একপ্রান্ত আগলে আছেন মাহমুদুল হাসান জয়। ৪৪ রানে অপরাজিত এই ওপেনার। দক্ষিণ আফ্রিকার পক্ষে চারটি উইকেটই নিয়েছেন হারমার।










