সকলের সমান অধিকার নিশ্চিত করাই ছিল মুক্তিযুদ্ধের অঙ্গীকার : ব্যারিস্টার আনিস

| রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

ঘাসফুলের আয়োজনে ইউএনডিপি ও হারস্টোরী ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রামে হাটহাজারীর পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ডাইভারসিটি ফর পিস প্রকল্পের আওতায় যুব সমাজের দক্ষতা বৃদ্ধি, সামপ্রদায়িক সমপ্রীতি সকল জাতিগোষ্ঠী ও শ্রেণী পেশার মানুষের সহাবস্থান নিশ্চিত কর্মসূচির অংশ হিসেবে সমপ্রদায়িক সমপ্রীতি মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর উল আমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। প্রধান অতিথি বলেন, সকলের সমান অধিকার নিশ্চিত করাই ছিল মুক্তিযুদ্ধের অঙ্গীকার। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে আমি দৃঢ়তার সহিত বলতে পারি বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে সামপ্রদায়িক সমপ্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।
ঘাসফুল আয়োজিত আজকের হাটহাজারীর সামপ্রদায়িক সমপ্রীতি মেলার অঙ্গীকার হচ্ছে সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টকারীদের আমরা আপনাদের সাথে নিয়ে কঠিন হাতে দমন করবো। সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঘাসফুলের পরিচালক মো. ফরিদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুজন তালুকদার, মওলানা সৈয়দ মুহাম্মদ জুন্নুরাইন, সাংবাদিক কেশব কুমার বডুয়া, ফাষ্টার মানিক গাইন, সুপলবংশ মহাথের, গোবিন্দ প্রসাদ মহাজন, চবির সিনেট সদস্য, ফরিদ আহমদ, সিডিএ সদস্য ইউনুস গণি প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন মওলানা শফিউল আজম আলকাদেরী, মুজিবুর রহমান, সালাহ উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম প্রমুখ। শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতির্যকের ৪৭ বছরের স্বপ্নপথ
পরবর্তী নিবন্ধ৩৯নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন