সকলের বাসযোগ্য শান্তির জনপদ নির্মাণই হোক বিজয় দিবসের অঙ্গিকার

নিষ্ঠা ফাউন্ডেশনের সভায় ডা. মইনুল

| বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা সংস্থার চেয়ারম্যান হাফেজ ছালামত উল্লাহর সভাপতিত্বে সংস্থার জামালখানস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডা. মুহাম্মদ মইনুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হতে চললেও দেশে এখনো শান্তি, সুস্থতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হয়নি। জনগণ কেবল ক্ষমতার পালাবদলই প্রত্যক্ষ করেছে। সকলের বাসযোগ্য একটি শান্তির জনপদ নির্মাণ বিজয়ের অঙ্গিকার হলেও তা এখনো অধরা রয়েছে। তাই সর্বপ্রকার অসংগতির মূলোৎপাটন করে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠাই হোক এবারকার বিজয়ের মূল প্রতিপাদ্য। এতে বক্তব্য রাখেন ডা. মুহাম্মদ হাসান মুরাদ, ডক্টর মুহাম্মদ জাফর উল্লাহ, ডক্টর হেলাল উদ্দিন, ইলিয়াস খান ইমু।উপস্থিত ছিলেন মোহাম্মদ ওমর আলী ফয়সাল,মুহাম্মদ শহীদ, শহিদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ শামস, জহির উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং চাইল্ড গ্রামার স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধলায়ন্স জেলার মহান বিজয় দিবস উদযাপন