প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় বঙ্গবন্ধু বলেছিলেন, সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। এতে কেউ বাধা দিতে পারবে না। সাম্য ও সমতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সকল সম্প্রদায়ের জন্য সমান অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রামের পতেঙ্গা চরপাড়া গোল্ডেন বীচ শাক্যমুনি বৌদ্ধ বিহার ও আরডিএনএ ধ্যান কেন্দ্রের দানোত্তোম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মৈতলা সদ্ধর্ম জ্যোতি বিহারের অধ্যক্ষ শাসনপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ইউএসটিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের মহাসচিব ভিক্ষু সুনন্দ প্রিয় মহাথেরো, মিথুন রশ্মি বড়ুয়া, কাউন্সিলর আবদুল বারেক, ছালেহ আহম্মদ চৌধুরী, জিয়াউল হক সুমন, শাহানুর বেগম, অনুত্তর বড়ুয়া ও রাহুল বড়ুয়া।