চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই। সমপ্রতি আলোচিত সকল সংস্কার প্রস্তাব বিএনপির ৩১ দফায় রয়েছে। সমৃদ্ধ দেশ গড়তে বিএনপির ৩১ দফার বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তিনি ২১নং জামাল খান ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
গতকাল সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুস সালাম নিশাদের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মোবিন, ইসমাইল বালি, খোরশেদ আলম, শাহেদ বক্স, আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, এ কে এম আশরাফুজ্জামান স্বপন, মালেক ফারুকী, আব্দুল আহাদ স্বপন, কাজী শাহজাহান, আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, দিদারুল আলম প্রমুখ। উক্ত কর্মশালায় ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।