সকল সংকট ও দুর্যোগে বিএনপি জনগণের পাশে ছিল, থাকবে

খাবার বিতরণকালে আবু সুফিয়ান

| বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, সকল প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে অতীতের ন্যায় বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে। জনগণের ন্যায্য দাবি আদায়ে রাজপথে আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলছে। কোন বাধা বিপত্তিতে চলমান আন্দোলন থামবে না। ফ্যাসিস্ট সরকারের পতন রাজপথের দুর্বার আন্দোলনে নিশ্চিত হবে। কারণ এই আন্দোলন দেশ বাঁচানোর, এই আন্দোলন দেশের মানুষকে মুক্ত করার।

গতকাল মঙ্গলবার দুপুরে পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পানিবন্দি ২,৫০০ পরিবারের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হলেও নানা সংকট ও সরকারের অব্যবস্থাপনায় এ নগরী বর্তমানে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, নগরে নানাবিধ নাগরিক সমস্যার পাশাপাশি স্থায়ীভাবে যুক্ত আছে জলাবদ্ধতা। তিন দিনের বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় চট্টগ্রাম মহানগরী অচল ও বিধ্বস্ত হয়ে পড়েছে। জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলে নির্বিকার এবং দায় এড়ানোর সংস্কৃতিতে ব্যস্ত। বিগত ১৫ বছর ধরে সরকার নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার আশ্বাস দিলেও কার্যত তা এখনো বাস্তবায়ন করতে পারেনি এবং প্রতিবছরই বৃষ্টিতে নগরবাসী ডুবছে। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকার ও সরকারের জনপ্রতিনিধিগণ জনগণের পাশে নেই। তারা জনগণের সমস্যা সমাধানে সচেষ্ট নয় বরং জনগণের পকেট কেটে ও দুর্নীতি করে নিজেদের ভাগ্যন্নোয়নে ব্যস্ত। তিনি আরও বলেন, সিডিএ ও সিটি করপোরেশন নিজেদের দায় স্বীকার না করে বরঞ্চ একে অপরকে দোষারোপ করছে। আবার সমন্বয়হীনতার কথা বলে পার পেয়ে যাচ্ছে। সমন্বিত পরিকল্পনার অভাবে এবং সংস্থাগুলো তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থ হওয়ায় এ নগরী বসবাস অযোগ্য হয়ে পড়ছে। পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান লিটনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, ওয়ার্ড বিএনপির সহসভাপতি নিজামুল ইসলাম, আকতার হোসেন, গোলজার হোসেন, সাইদুল ইসলাম, সাজিদ হাসান রনি, মোরশেদ কামাল, মোহাম্মদ ইসকান্দর, আব্দুল নবী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইমাম হোসাইন (রা.) এর আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধস্বপ্নযাত্রীর ‘নজরুল সন্ধ্যা’