সন্দ্বীপে মোস্তফা কামাল পাশার সমর্থনে পথসভা ও মিছিল অনুষ্ঠিত

সন্দ্বীপ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩ নভেম্বর ২৩৭ টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করলেও সন্দ্বীপ আসনে প্রার্থী পরে ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়। এ ঘোষণায় সন্দ্বীপের বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকেরা যারপরনাই হতাশ হয়ে পরে।

সন্দ্বীপে বিএনপির মনোনয়ন প্রত্যাশিদের অন্যতম সাবেক এমপি মোস্তফা কামাল পাশার অনুসারীরা এরই মধ্যে সন্দ্বীপে কর্মরত পেশাজীবীদের সাথে মতবিনিময় ও পথসভা মিছিল করে তাদের প্রার্থীকে দলীয় মনোনয়ন দাবি জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকাল তিনটায় সন্দ্বীপের সেনেরহাটে আয়োজন করে পথসভা। যদিও একপর্যায়ে পথসভা জনসভায় পরিণত হয়। পথসভা শেষে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সেনেরহাট থেকে কমপ্লেক্স পর্যন্ত বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

পথসভায় বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, যুবদল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর বলেন, আমরা আশা করেছিলাম ঘোষিত মনোনয়নের প্রথম দিনই মোস্তফা কামাল পাশার নাম থাকবে। তিনি বিএনপির দুঃসময়ের এমপি। ২০০৮ সালের সংসদের ২৯ জনের একজন উল্লেখ করে তিনি আরও বলেন জনবিচ্ছিন্ন কোন প্রার্থীকে জোট থেকে প্রার্থী দিলে সন্দ্বীপের সাধারণ জনগণ তা মানবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আবুল কাসেম মাস্টার, যুবদলের আহবায়ক নিঝুম খান, ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, মামুন চেয়ারম্যান, নাজিম কমিশনার, স্বেচ্ছাসেবক দলের শিমুল চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১০ মৃত্যু
পরবর্তী নিবন্ধজয়, পুতুল ও ববিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক