সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে

বোয়ালখালী মহিলা আ.লীগের মতবিনিময় সভায় বক্তারা

| সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুর ইসলাম চৌধুরী বলেছেন, ২০১১ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি পাস করার মধ্য দিয়ে শেখ হাসিনার সরকার পারিবারিক সহিংসতা দমন ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। তাদের মেধা ও শ্রমের সঠিক ব্যবহার করেছেন। এতে করে নারীদের সম্মান, অর্থনৈতিক নিশ্চয়তা লাভসহ সকল পর্যায়ে অংশগ্রহণের সুযোগ হয়েছে। বিগত নির্বাচনে আওয়ামী ঐক্যবদ্ধ ছিল বলে নৌকার বিজয় নিশ্চিত হয়েছিল।

আসন্ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। গতকাল রবিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বোয়ালখালী উপজেলা পরিষদ উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিমের (রাজা মিয়া) সমর্থনে বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি কাউন্সিলর শামীম আরা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মনির সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রদীপ দাশ, আবদুল কাদের সুজন, নুরুল আমিন চৌধুরী, রেজাউল করিম (রাজা মিয়া), জহুরুল ইসলাম জহুর, শামীমা হারুন লুবনা, রেজাউল করিম বাবুল, সাইফুল ইসলাম, এড. নিলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরফভাটার সালেহ আহমদ সড়ক উদ্বোধন
পরবর্তী নিবন্ধবান্দরবানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩