চট্টগ্রাম–৯ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ সময় ধরে আমরা লড়াই করছি। আমাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও দেশের স্বার্থে আমরা সবাই এক ও অভিন্ন। লক্ষ্য আমাদের একটাই– সকল পথ ও মতের সমন্বয়ে সবার জন্য একটি সাম্য, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। আওয়ামী ফ্যাসিবাদি গোষ্ঠীর থাবায় পর্যুদস্ত বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সকল শ্রেণী– পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি গতকাল শনিবার চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নসরুল কদিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মুক্তিযোদ্ধা এম নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা একরামুল করিম, ড. সিদ্দিক আহমদ চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, ড.মোজাফফর আহমদ চৌধুরী।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালায় এতে বক্তব্য রাখেন ডা. কামরুন নাহার দস্তগীর, অ্যাড. তারেক সাঈদ, অধ্যাপক ড. সাইফুদ্দিন, কমান্ডার সাহাবুদ্দিন, ডা. এস এম. সারোয়ার আলম, ডা. বেলায়েত হোসেন ডালি, প্রকৌশলী জানে আলম সেলিম, অ্যাড. মফিজুল হক ভূইয়া, অ্যাড. মাঈনুদ্দিন, অ্যাড. আব্দুস সাত্তার সরোয়ার, হারুন জামান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, কাজী শেখ নুরুল্লাহ বাহার, স. ম জামাল উদ্দিন, এম. এ জিন্নাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












