জামায়াতে ইসলামী কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, সকল ধর্মের অনুসারীদের নিয়ে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন করা হবে। এখানে কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ কে খ্রিষ্টান এসব দেখা হবে না। আমরা সবাই মিলে যার যার ধর্ম পালন করব এবং সম্মিলিত প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখবো। গতকাল কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের কাপ্তাই উপজেলা আমীর মুহাম্মদ হারুনর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা নায়েবে আমীর মাওলনা লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মুহম্মদ জাফর সাদেক, জামায়াত রাঙ্গামাটি জেলার আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম, অ্যাডভোকেট মোখতার আহমদ, রাঙ্গামাটি জেল নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জামায়াত রাঙ্গামাটি জেলা সেক্রেটারী শহিদুল ইসলাম শাফী এবং জামায়াত রাঙ্গুনিয় উপজেলা আমীর মাওলানা হাসান মুরাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের বিজয় মারমা।