সকল ধর্ম বিশ্বাস অনুযায়ী সেবাই পরম ধর্ম

অনুদান প্রদান অনুষ্ঠানে সিটি মেয়র

| বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মনে রাখতে হবে সকল ধর্ম বিশ্বাস অনুযায়ী সেবাই পরম ধর্ম। মাইজভান্ডারী গাউছিয়া কমিটি করোনাকালে ধর্ম-বর্ণ নির্বিশেষে সেই মানবিক সেবা কর্ম পালন করে আমাদের ধন্য করেছে। গত সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে মাইজভান্ডারী গাউছিয়া কমিটি বাংলাদেশের চট্টগ্রাম মহানগর এলাকার শাখা সমূহের মাধ্যমে দুর্যোগ প্রশমন সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্ট্রের প্রশাসনিক কর্মকর্তা তানভীর হোসাইন, আশরাফুজ্জামান, এস.এম শাহাবুদ্দিন আহমেদ, ফজলুল হক ফজু, নাসির মোহাম্মদ, এম শামসুল ইসলাম, মোঃ ওমর ফারুক, শফিকুল ইসলাম, ডা. কামরুজ্জামান, এস এম শাহনেওয়াজ, কামাল উদ্দিন. জাগির চেয়ারম্যান, মেজবাহ উদ্দিন মেজবা, এসকান্দর আহমেদ, এস.এম মঞ্জু, এসকান্দর হোসেন, মো. ইকবাল জোবায়ের। শেষে মেয়র গাউছিয়া কমিটির পক্ষ থেকে ৪১ ওয়ার্ডের সুবিধাবঞ্চিতদের হাতে দুর্যোগকালীণ ত্রাণ অনুদান তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসুফ স্মৃতি সংসদের শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধআমার বাংলাদেশ