চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামী ফ্রন্টের বর্ধিত সভায় কেন্দ্রীয় মহাসচিব স উ ম আবদুস সামাদ বলেছেন, সরকার ও বিরোধী জোট বর্তমানে সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানে। এর খেসারত দিচ্ছে দেশবাসী। সকল গণতান্ত্রিক সভ্য দেশে নির্বাচন করে স্বাধীন নির্বাচন কমিশন।
তাই নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে এবং সরকারের প্রভাবমুক্ত স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন করা গেলেই বিদ্যমান রাজনৈতিক সংকট থেকে নিষ্কৃতি মিলবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের বর্ধিত সভা গতকাল মোমিন রোডস্থ একটি হলে নগর উত্তর ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা আবদুন নবী আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট মহাসচিব স উ ম আবদুস সামাদ। প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ। নগর উত্তর ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মাহমুদের সঞ্চালনায় নগর ফ্রন্ট নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন–মাওলানা আ ন ম তৈয়ব আলী, অধ্যক্ষ মাওলানা হাসান রেজভী, মাওলানা শেখ আরিফুর রহমান, মাওলানা সোহাইল উদ্দীন আনসারী, আবদুল করিম সেলিম, আহমদ শাহ আলমগীর, আবদুর রহীম, আমান উল্লাহ আমান, সেলিম উদ্দীন, মাওলানা আইয়ুব আলী, মুহাম্মদ ইলিয়াস, এস এম শফিউল আলম, হাবিবুল মুস্তফা সিদ্দিকি, বদরুল হুদা তারেক, বেলাল কাদেরী, মুহাম্মদ মুসা, হানিফ মান্নান শাকিল, আরমান হাসান, মীর আনিস জামাল, আরিফ হোসেন, আবদুল আউয়াল ফোরকানী, জামাল উদ্দীন, ফরিদ আলম, ইকবাল হোসেন, আবু সাদেক রেজভী, মুহাম্মদ তারেক, নিজামুদ্দীন, এরশাদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।