জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল গতকাল নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয়কারী মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানিপপ’র চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। সাংবাদিক, কলামিষ্ট এ কে এম আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌর মেয়র মোহাম্মদ মাহবুবুল আলম খোকা, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, বাংলাদেশ আওয়ামীলীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য ব্যারিষ্টার এসএম কফিল উদ্দিন, অপরাজেয় বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব এইচ রহমান মিলু, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর সভাপতি আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট কফিল উদ্দিন, ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আবদুর রহিম, রাজনীতিবিদ মোহাম্মদ আবু বক্কর, চন্দনাইশ থানা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন আগামীতে সকল দলের অংশগ্রহণে অবাধ–সুষ্ঠু–নিরপেক্ষ নির্বাচন করতে আগ্রহী সরকার। এই উপলক্ষে সবধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বক্তারা আরো বলেন, নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা অপরিসীম। তারাই খুব নিকটবর্তী থেকে নির্বাচনকালীন নিয়ম অনিয়মসহ সকল ঘটনা প্রত্যক্ষ করতে পারেন। সেই সুবাধে পর্যবেক্ষকরা যাতে কোনভাবে হয়রানির শিকার না হয় সে লক্ষে সকলকে সচেতন হতে হবে এবং পর্যবেক্ষকরা যাতে চাপমুক্ত এবং স্বাধীনভাবে নির্বাচন তদারকি করতে পারেন সেই উপলক্ষে কাজ করতে হবে। খবর প্রেস বিজ্ঞপ্তির।