সংস্কৃতিকর্মীরা কখনও অপরাধে জড়ায় না

বাঁশখালীতে জেলা প্রশাসক

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রতিভা অন্বেষনে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোমেনা আক্তার। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
তিনি বলেন, সংস্কৃতি কর্মীরা কখনও অপরাধ করতে পারেনা। যারা সাংস্কৃতিক চর্চা করে তারা কোন অন্যায় কাজে জড়ায় না। কিন্ত বর্তমানে আধুনিক বিশ্বে সাংস্কৃতিক চর্চার চেয়ে মোবাইলে বেশি সময় ব্যয় করছে ছেলে মেয়েরা। তিনি সমাজের অনিয়ম দুর্নীতি বন্ধে সাংস্কৃতিক র্চ্চা ও খেলাধূলার বিকল্প নেই বলে উল্লেখ করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি শ্যামল কান্তি দাশ। শিক্ষিকা বাবলী দাশের সঞ্চালনায় এতে উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুর রহমান মজুমদার, ডা. শ্যামলী দাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া, প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম ভুইঁয়া, আবুল কালাম মিয়াজী, গাজী ওমর ফারুক চৌধুরী, সাকেরা শরীফ, মো. নুরুল ইসলাম, প্রধান শিক্ষক মনোতোষ দাশ, চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,চেয়ারম্যান কফিল উদ্দিন, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, চেয়ারম্যান এম. হারুনুর রশিদ, চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন, চেয়ারম্যান মো. শাহাজাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পৌরসভা ও ১৪টি ইউনিয়নের শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি উপজেলা পরিষদের অভ্যন্তরে শিশুদের জন্য পার্ক উল্লাস উদ্বোধন করেন। তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে কালীপুর ইজ্জতনগর আশ্রয়ন প্রকল্প ২-এর উপকারভোগী ২৫ পরিবারের মাঝে দলিল হস্তান্তর করেন। এরপর উপজেলা পরিষদের অর্থায়নে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সবজি বীজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘রাসুলের (দ.) আদর্শ সকলের জন্য অনুসরণীয়’
পরবর্তী নিবন্ধমাদক ও ডাকাতি প্রতিরোধে এলাকাবাসীর সহায়তা কামনা