কবি ও সংস্কৃতিকর্মী চৌধুরী বাবুল বড়ুয়া (৬০) গত সোমবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। একমাস আগে করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। দীননাথ চৌধুরী ও রানী মারমার সন্তান চৌধুরী বাবুল বড়ুয়ার জন্মস্থান হাটহাজারী উপজেলার মির্জাপুর গ্রামে এবং স্থায়ী নিবাস বান্দরবান সদরের বালাঘাটায়। স্কুলজীবন থেকেই লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ১৯৯০ সাল থেকে পাহাড়ি ও সমতলি সংস্কৃতিচর্চার ছোটোকাগজ ‘সমুজ্জ্বল সুবাতাস’ সম্পাদনা করে আসছেন। এ পর্যন্ত ৩০টিরও অধিক সাহিত্যপত্র, সংকলন, স্মারক ও লিটলম্যাগ সম্পাদনা করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন স্বীকৃতি-সম্মাননা লাভ করেন। তার মৃত্যুতে ‘অমিতাভ’ সম্পাদক শ্যামল চৌধুরী, বৌদ্ধ যুব পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী গভীর শোকপ্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।