চট্টগ্রামের আঞ্চলিক গানের পুরাধা শ্যাম সুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষের নামে পটিয়ায় অবস্থিত বিটার সংস্কৃতি উন্নয়ন কেন্দ্রে নির্মিত হয়েছে শ্যাম-শেফালী মুক্ত মঞ্চ। এই মঞ্চ কাঠামোগত মঞ্চে রূপান্তরের আশ্বাস প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সেই সঙ্গে সংস্কৃতি উন্নয়ন কেন্দ্রে অবস্থিত বিটার থিয়েটার লাইব্রেরিটিকে সমৃদ্ধ করতে অনুদান প্রদানের প্রতিশ্রুতি আশ্বাস প্রদান করেন। শ্যাম-শেফালী মুক্তমঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
বিটা গত ২৫ বছর ধরে তৃণমূলের মানুষকে সাথে নিয়ে সাংষ্কৃতিক উন্নয়ন এবং বাংলার লোকজ ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় পটিয়ায় অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস বিটার সংস্কৃতি উন্নয়ন কেন্দ্র তৈরি করেছে চট্টগ্রামে আঞ্চলিত গানের পুরাধা শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষের স্মরণে শ্যাম শেফালী মুক্ত মঞ্চ। গতকাল বুধবার বিটার সংস্কৃতি উন্নয়ন কেন্দ্রে উদ্বোধন করা হয় শ্যাম শেফালী মুক্তমঞ্চ ও আন্তর্জাতিক ভবন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, আমরা স্বাধীনতা ৫০ বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। এই স্বাধীনতার বীজ বপন হয়েছিল ৭ মার্চের জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে। তিনি বাঙালি জাতিকে উপহার দিয়েছেন একটি সার্বভৌম বাংলাদেশ। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ম হামিদ, ইলমার নির্বাহী প্রধান জেসমিন সুলতানা পারু, বিটার কার্যকরী পরিষদেন সহসভাপতি আবদুস সালাম আদু, শিল্পী শ্যাম সুন্দর বৈষ্ণবের সন্তান প্রেম সুন্দর বৈষ্ণব, শিল্পী শেফালী ঘোষের পরিবারের সদস্য পুত্রবধু দীপান্বিতা দত্ত প্রমুখ। উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের এই পটিয়া সাংস্কৃতিক পরিমন্ডলে সমৃদ্ধ। এই পটিয়া জন্মগ্রহণ করেছে প্রীতিলতা, শ্যাম শেফালী। তাই পটিয়ার সাংস্কৃতিক উন্নয়ন সাধিত রাখতে আমরা বিটার সাথে থাকার প্রতিশ্রুতি রাখছি। বক্তারা বলেন, মানুষের মুক্তি, আত্মার মুক্তির জন্য সাংস্কতিক সংযোগ প্রয়োজন। সংস্কৃতি হচ্ছে একটি সেতু। প্রেস বিজ্ঞপ্তি।