চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, পবিত্র রমজান মাসে মানুষ একটু স্বস্তিকর পরিবেশে রোজা রাখবে, এমনটাই আশা করে। কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ অসহায় হয়ে পড়েছে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে কয়েকগুণ। মানুষ এখন অনাহারে–অর্ধাহারে দিন কাটাচ্ছে। জনগণের নির্বাচিত রাজনৈতিক সরকার না থাকলে এবং অন্তর্বর্তী সরকারের মতো সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে জনগণের সমস্যা নিরসন হয় না। তাই ধারণা নয়, বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণ দেশি–বিদেশি চক্রান্তকারীদের সুযোগ করে দেবে।
তিনি গতকাল বুধবার বিকেলে নগরীর ফিরিঙ্গী বাজার শিব বাড়ি লেইনে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের পক্ষ থেকে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, মানুষের কষ্ট লাঘবে বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগ কিছু মানুষের জীবনে অন্তত স্বস্তি ফিরিয়ে আনতে পারবে। অন্তত কয়েক বেলা তারা খেতে পারবে, ইফতার করতে পারবে। তিনি প্রতিটি পাড়া মহল্লায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
জাকির হোসেনের সভাপতিত্বে ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, বিএনপি নেতা এম এ হালিম, মনজুর রহমান চৌধুরী, হামিদ হোসেন। উপস্থিত ছিলেন আমিনুর রহমান মিয়া, নূর মোহাম্মদ, সোহেল ওসমান মামুন, আব্দুর রশিদ খোকন, মো. আমিন, মো. মিয়া, মো. ওয়াসিম, মনোয়ারা বেগম, মাঈনুদ্দীন খান রাজিব, মো. মামুন, আশরাফ উদ্দিন, জাহিদুল হক সোহেল, জামাল উদ্দিন, মো. আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।