সংস্কারহীন দীর্ঘদিন, জন ও যান চলাচলে দুর্ভোগ

চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল সড়ক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:২৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া ও কাপ্তাইয়ের সীমান্তবর্তী চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের অভ্যন্তরীণ সড়কটি জন ও যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে দিন দিন দুর্ভোগ বেড়েই চলেছে। এটি দ্রুত সংস্কার করার দাবি স্থানীয়দের।

জানা যায়, এক কিলোমিটার দীর্ঘ সড়কটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও সংশ্লিষ্টদের এটি সংস্কারে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। সড়কটি চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের হলেও এ সড়ক দিয়ে চলাচল করে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল এলাকার সর্বস্তরের জনসাধারণ। সড়কের পিচ উঠে গিয়ে খানাখন্দকে ভরে গেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণে বরাদ্দ এলেও কিছু অংশ কাজ করে চলে যায় ঠিকাদার। অন্যদিকে পুরো সড়ক কাজ না হওয়ায় দিন দিন দুর্ভোগ বেড়েই চলেছে।

চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল এলাকার বাসিন্দা তপন দাশ জানান, সড়কটি দিয়ে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। রিকশা কিংবা সিএনজি দিয়ে চলাচল করতে গেলেও দুর্ঘটনার আশংকা থাকে। অথচ প্রতিদিন সড়কটি দিয়ে শত শত নারীপুরুষ চলাচল করেন। রোগীবাহী কোনো যানবাহন এ সড়ক দিয়ে চলাচলে কেউ নিরপদ মনে করে না।

চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের প্রধান পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালের স্টাফ ও কর্মচারী এবং হাসপাতাল এলাকার শতশত পরিবারের চলাচলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কের অবস্থা চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে গেছে। তাই এর সংস্কারে সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিত। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক এটি। সংস্কারের জন্য জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধরোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা