সংসার সামলে সফল যে মায়েরা

বিশ্ব মা দিবস

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ মে, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

মা দিবস আজ। মানুষের সব সাফল্য আর অর্জনের পেছনের গল্পগুলো মায়ের। মায়ের আবদান জীবনে অতুলনীয়। তবে আজকের চট্টগ্রামে হাল না ছেড়ে চড়াই উৎরাই পেরিয়ে সফল হয়েছেন এরকম অনেক অনুকরণীয় মা আছেন। তারা সংসার সামলে, সবকিছুকে ইতিবাচকভাবে নিয়ে এগিয়ে গেছেন। আবার সাফল্য অর্জন করেছেন নিজের ক্যারিয়ারে। এরকম সংগ্রামী তিন তরুণী মায়ের গল্প নিয়ে আজকের আয়োজন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর ৪০ সহস্রাধিক লোকের আশ্রয়কেন্দ্রে অবস্থান
পরবর্তী নিবন্ধনিজের যোগ্যতায় এগিয়ে যেতে হবে